মালদা

এটিএম এর মধ্যমে ১৬ হাজার টাকা চুরি করার অভিযোগ দলনেত্রীর বিরুদ্ধে

ছোট ছোট দল তৈরি করে ব্যাঙ্কের মাধ্যমে ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যাবসা করে অনেকেই। সেই ক্ষুদ্র ঋণ গোষ্ঠীর এক সদস্যর ব্যাঙ্ক থেকে টাকা চুরি করে নেওয়ার অভিযোগ উঠল সেই ক্ষুদ্র ঋণ গোষ্ঠীর দলনেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার দাড়িয়াপুর গ্রামে। অভিযুক্ত দলনেত্রীর বাড়িতে টাকা চাইতে যাওয়ায় ধাড়াও অস্ত্র দিয়ে আঘাত করা হয় ওই ক্ষুদ্র ঋণ গোষ্ঠীর সদস্যকে। ঘটনায় আহত সদস্য এক দোকানদার। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

            জানা যায়, বৈষ্ণবনগর থানার দাড়িয়াপুর গ্রামের বাসিন্দা রতন প্রামানিক ও তার স্ত্রী রাধা প্রামানিক। রতন প্রামানিক এর একটি সেলুনের দোকান রয়েছে। সে ক্ষুদ্র ঋণ গোষ্ঠীর মাধ্যমে ব্যাঙ্ক থেকে একটি লোণ নিয়েছিলেন। লোণ দেওয়ার সময় ব্যাঙ্ক থেকে গোষ্ঠীর প্রত্যেকটি সদস্যকে একটি করে এটিএম কার্ড দেওয়া হয়েছিল টাকা লেন-দেন করার জন্য।এবং এটিএম টি ব্যাবহার করে টাকা জমা দেওয়া হচ্ছে তার একটা রসিদ দেওয়া হয়। সেই লোণ শোধ দেওয়ার জন্য প্রতি মাসে মাসে ব্যাঙ্ক থেকে আসা কর্মীদের হাতে ওই লোণের কিস্তির টাকা তুলে দিতে হয়।  

            রতন প্রামানিক এর অভিযোগ প্রতি মাসের মতো সে এই মাসের কিস্তির  বারশো টাকা ও এটিএম কার্ডটি তার বনের হাত দিয়ে পাঠিয়ে দেয় সিখা মণ্ডল নামে ওই দলনেত্রীর বাড়িতে। ওই দলনেত্রি ওই ক্ষুদ্র ঋণ গোষ্ঠীর ক্যাসিয়ার থাকাকালীন সবার এটিএম এর বারকোড তার কাছে ছিল। সে সেটা ব্যাবহার করে এটিএম এর মাধ্যমে ১৬ হাজার টাকা চুরি করে নেয় বলে অভিযোগ করেন রতন প্রামানিক। তার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ১৬ হাজার টাকা তুলে নেওয়ার কথা সে জানতে পারলে। আজ সকালে রতন প্রামানিক ওই দলনেত্রীর বাড়িতে যায় তার টাকা চাইয়ে। সেই সময় তার স্বামী শ্যাম চরন মন্ডল রতন প্রামানিক এর উপর ধারাল অস্ত্র নিয়ে চরাও হয়। এমনকি রতন প্রামানিক এর বাবাকেও মারধর করা হয়। ঘটনায় রতন প্রামানিক এর হাতে ও কাঁধে আঘাত লাগে। তার আঘাত গুরুত্বর থাকায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘনটায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ার করা হয়েছে আহতর পরিবারের পক্ষ থেকে।